মালয়েশিয়ায় বৈধতা পাচ্ছেন অবৈধ অভিবাসীরা

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বৈঠকে দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান উপস্থিত ছিলেন।

মালয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করা হবে। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, তবে এই একই প্রক্রিয়া মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, শ্রম বিভাগ ও সরকারি অন্যান্য সংস্থাও বাস্তবায়ন করবে।

প্রসঙ্গত, রি-হায়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পর মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম বাদ পড়া এবং প্রতারিত অবৈধ বাংলাদেশী কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন। ওই প্রস্তাব নিয়ে তিনি মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রীর সঙ্গেও একাধিকবার বৈঠক করেন।

 

টাইমস/এসএন

Share this news on: