এ টি এম শামসুজ্জামানের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রায় তিন সপ্তাহ ধরে অসুস্থ বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামানের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বডুয়া এই খবর নিশ্চিত করেছেন। সোমবার এ টি এম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেয়া হয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘এই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবর প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে নিয়েছেন। তার চিকিৎসার ব্যাপারে যা যা করণীয়, সবই তিনি করবেন বলেছেন।’

রাজধানীর পুরান ঢাকায় গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এ টি এম শামসুজ্জামান দেখতে সোমবার সকালে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর পাঠানো একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন, সংগীতশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার।

বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর দেয়া ১০ লাখ টাকার চেক এ টি এম শামসুজ্জামানের পরিবারের মাধ্যমে হাসপাতালের তহবিলে জমা দেন।

এ টি এম শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী তার প্রতিনিধির মাধ্যমে সার্বক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। এখন আব্বার চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা সবাই জানি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শিল্পীবান্ধব, গুণীজনদের কদর করেন—এটি তারই ধারাবাহিকতা।’

এর আগে উন্নত চিকিৎসার জন্য এ টি এম শামসুজ্জামানকে বিদেশ নেয়ার কথা বলেছিলেন কোয়েল আহমেদ। তিনি বলেছিলেন, ‘এখনো আব্বা যে অবস্থায় আছেন, তাকে যত তাড়াতাড়ি বিদেশ নিয়ে যাওয়া যায়, ততই ভালো।’

এ টি এম শামসুজ্জামানের ফুসফুস এখনো দুর্বল বলে চিকিৎসকরা জানিয়েছেন। অধ্যাপক ডা. মতিউল ইসলামের অধীনে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।  চিকিৎসকদের মতে, ‘বিপদ এখনো কেটে যায়নি। যেকোনো সময়, যেকোনো কিছু ঘটতে পারে।’

অভিনেতা এ টি এম শামসুজ্জামানের দেহে সম্প্রতি অস্ত্রোপচার করা হয় এবং অবনতি হওয়ায় তাকে দুবার লাইফ সাপোর্ট দেয়া হয়।

 

টাইমস/এসআই

Share this news on: