‘মাসুদ রানা’র বিচারকদের নিয়ে সমালোচনার ঝড়

জনপ্রিয় গোয়েন্দা থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’। এই সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’। এই পর্বটি নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে বিগ বাজেটের চলচ্চিত্র ‘মাসুদ রানা’। সে লক্ষ্যে গত ২ আগস্ট চ্যানেল আই’তে শুরু হয়েছে রিয়্যালিটি শো। কথা ছিল এই শো-এর মাধ্যমে নির্ধারণ করা হবে, ‘কে হবেন মাসুদ রানা?’

এদিকে, চ্যানেল আইতে শুরু হওয়া ওই রিয়্যালিটি শো’র আয়োজকদের সঙ্গে এরই মধ্যে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বিরোধ তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে এই দূরত্ব, তা এখনো জানা না গেলেও রিয়্যালিটি শো’ থেকে বেরিয়ে আসা কোন প্রতিযোগীকে মাসুদ রানা সিনেমায় নেয়া হয়নি- সেটি চূড়ান্ত।

তবে গোপন সূত্রে জানা গেছে, শুরুতে সব ঠিক থাকলেও শেষের দিকে চ্যানেল আইতে প্রচারিত হওয়া ওই অনুষ্ঠানের সঙ্গে জাজের কোন সম্পর্ক ছিল না। তা সত্ত্বেও চ্যানেলটিতে অনেকদিন প্রচারিত হয়েছে ওই প্রতিযোগিতা।

আর প্রচার হয়ে যাওয়া অনুষ্ঠান একের পর এক বিতর্ক জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে। মূলত এই প্রতিযোগিতায় বিচারকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কে হবেন মাসুদ রানা?’ প্রতিযোগিতার বেশ কিছু পর্বে বিচারকদের আচরণের ভিডিও প্রকাশ করে নিন্দা করছেন নেটিজেনরা।

বেশ কয়েক দিন ধরেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। দর্শকদের অভিযোগ, বিচারকেরা প্রতিযোগীদের প্রতিনিয়ত অপমান করছেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন প্রতিযোগীর চুলের কাটিং নিয়ে ঠাট্টা করছেন বিচারকের আসনে বসা পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি। এ ছাড়া অভিনেত্রী মমকেও প্রতিযোগীদের সঙ্গে রূঢ় আচরণ করতে দেখা যায়।

এদিকে, কয়েকদিন আগে ফেসবুকে রাজু নুরুল নামের এক দর্শক ভিডিও’র স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘ভিডিওটা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলাম। একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা প্রতিযোগীকে এভাবেও অপমান করা যায়? তিনজন বিচারকই সমান তালে অপমান করে গেছেন।

এদিকে প্রতিযোগীদের অপমান করার বিষয়টি নজরে এসেছে ‘মাসুদ রানা’ ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনেরও। ফেসবুকে খোকন বলেন, মাসুদ রানা কে হবে সেটা একমাত্র জাজের সহযোগিতায় চূড়ান্ত হবে, প্রতারকের চক্র থেকে সবাই সাবধান।

আমাদের বাচ্চাদেরকে সমগ্র পৃথিবীর কাছে হাস্যকর বানাবেন না। আমার বাচ্চা কালো হোক, অভিনয় না জানুক, এরপরেও তার শখ, সে অন্তত একবার মাসুদ রানা হবে। আর এতে আপনি কে তাকে অপমান করার? এই দুঃসাহস আগামীতে দেখাবেন না, আমিও ছেলের বাবা।

এতেই প্রতীয়মান হয়, মাসুদ রানা যারা খুঁজে বের করতে চেয়েছিলেন, আর যারা মাসুদ রানা ছবিটি বানাতে চেয়েছিলেন, তাদের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়েছিল।

যাইহোক, এই মাসুদ রানাকে ঘিরেই এখন সবদিকে সমালোচনার ঝড় বইছে। মিডিয়ার অনেকের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তারাও ‘মাসুদ রানা’ নিয়ে কথা বলতে নারাজ। তবে তাদের কথায় এটা নিশ্চিত, এই বাজে আয়োজনে মন্তব্য করে সমালোচনার জোয়ারে গাঁ ভাসাতে চান না কেউই।

প্রসঙ্গত, কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনায় আরও থাকছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক প্রতিষ্ঠান সিলভারলাইন এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা আসিফ আকবর।

জানা যায়, এই ছবিতে অভিনয় করবেন বলিউডের অন্যতম মেধাবী ও সুন্দরী অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সঙ্গে থাকছেন হলিউডের মিকি রোর্ক ও ঢালিউডের একাধিক অভিনেতা।

‘মাসুদ রানা’ সিনেমায় আরও অভিনয় করছেন দালিপ সিং, লিউস টান, গ্যাব্রিয়েলা রাইট ও ওয়েস্টন কেজ কপোলা। ছবির মূল দৃশ্যায়নে হবে মরিশাস, বাংলাদেশ ও থাইল্যান্ডে। ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম উপন্যাস ‘ধ্বংস পাহাড়’ থেকে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা।

১ কোটি ডলার (প্রায় ৮৩ কোটি টাকা) বাজেটের ‘মাসুদ রানা’ বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি হবে। ছবির শুটিং শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তার আগে ঘোষণা করা হবে কে থাকছেন ছবিটির নাম ভূমিকায়।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পেছালো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল Jul 13, 2025
img
সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ, যেমন হতে পারে একাদশ Jul 13, 2025
img
সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে রিট Jul 13, 2025
img
ধর্ম যখন প্রেমে বাধা, আবেগঘন বার্তায় অমল মালিক Jul 13, 2025
img
প্যারিসে স্বামীর নামে ‘প্রেম তালা’ ঝুলালেন অভিনেত্রী মেহজাবীন Jul 13, 2025
img
আবু সাঈদ হত্যা: পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Jul 13, 2025
img
আত্মসমর্পণে অপু বিশ্বাসের জামিন মঞ্জুর Jul 13, 2025
img
‘বিগ বস’ খ্যাত আব্দু রোজিক গ্রেফতার হলেন দুবাইয়ে Jul 13, 2025
img
রাশিয়ার প্রতি সমর্থনের কথা জানালেন কিম Jul 13, 2025
img
ভূমি উন্নয়ন কর আদায়ে এসিল্যান্ডদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ উপদেষ্টার Jul 13, 2025
img
পাকিস্তানে বন্যায় একদিনে প্রাণ গেল আরও ৬ জনের Jul 13, 2025
img
মৌলভীবাজারে এনসিপির ৩১ সদস্যের জেলা সমন্বয় কমিটি ঘোষণা Jul 13, 2025
img
লর্ডসে গতির ঝড় আর্চারের, ব্যাটে ইতিহাস গড়লেন রাহুল-পান্ত Jul 13, 2025
img
১৮ বছর পর রোসারিও সেন্ট্রালের জার্সিতে ফিরলেন বিশ্বজয়ী ডি মারিয়া Jul 13, 2025
img
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে জায়গা পেলেন ফাহমিদুল ও কিউবা মিচেল Jul 13, 2025
img
তারেক রহমানকে নিয়ে স্লোগানে ক্ষুব্ধ ফজলুর রহমান Jul 13, 2025
img
এক যুগ পর লায়নকে ছাড়া টেস্ট খেলছে অস্ট্রেলিয়া Jul 13, 2025
img
প্রবাসীদের ট্রায়াল থেকে ৬-৭ জনের ওপর নজর বাফুফের Jul 13, 2025
img
তেলেগু চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা শ্রীনিবাস রাও আর নেই Jul 13, 2025
img
সাজা মওকুফ করে ২৯ জন কারাবন্দিকে মুক্তি দিল কারা কর্তৃপক্ষ Jul 13, 2025