কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সামরিক সহযোগিতা দেবে চীন

কাশ্মীর ইস্যুতে চীনের সশস্ত্র বাহিনী পাকিস্তানকে সব ধরনের সামরিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।

মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে এই আশ্বাস দেয়া হয়ে বলে জানায় পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যে ‘বিবেকী নীতি’ গ্রহণ করেছে তার প্রশংসা করেন চীনের সামরিক কমান্ডাররা। এছাড়া কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদের পাশে থাকায় বেইজিংয়ের প্রশংসা করেন পাক সেনাপ্রধান।

ইসলামাবাদের এখন ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও কৌশলগত মিত্র বেইজিং। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সবচেয়ে বেশি সমরাস্ত্র কিনেছে চীনের কাছ থেকে।

ভারত সরকার গত আগস্টে কাশ্মীরকে বিশেষ মর্যাদাদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলেছিল চীন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: