ভারতীয় অঞ্চল দখল করে মানচিত্র আঁকল চীনা বাহিনী

লাদাখের পর এবার প্যাংগংয়ে লেক সংলগ্ন ভারতীয় অঞ্চল দখল করে নিয়েছে চীন। শুধু ভূখন্ড দখল করেই খ্যান্ত হয়নি লালফৌজ, দখলী এলাকায় চীনের বিশাল মানচিত্র এঁকেছে তারা। মানচিত্রটি এতই বড় যে, তা স্যাটেলাইটের ছবিতে স্পষ্ট বুঝা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফিঙ্গার ৪ ও ফিঙ্গার ৫ এর মাঝে বিশালাকার চীনা লিপি ও মানচিত্র এঁকে দিয়েছে চীনা সেনারা। অন্তত ৮১ মিটার লম্বা ও ২৫ মিটার দীর্ঘ এলাকায় এই মানচিত্র অংকন করা হয়েছে।

পাশাপাশি ওই দুই ফিঙ্গার পয়েন্টের মাঝে প্রচুর অস্থায়ী ছাউনি তৈরি করেছে চীনা বাহিনী। মজুত করা হয়েছে অস্ত্রশস্ত্রও।

এনডিটিভির প্রতিবেদনে ভারতীয় সেনার বরাত দিয়ে বলা হয়েছে, গত মে মাসের প্রথম দিকে প্যাংগং লেক বরাবর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীন সেনা মজুতের পর থেকেই ফিঙ্গার ফোর এর পরে ভারতীয় বাহিনীকে আর টহল দিতেও দেয়া হচ্ছে না।

উপগ্রহ চিত্র থেকে এনডিটিভি যে ছবিগুলো পেয়েছে তাতে দেখা যাচ্ছে, এই অঞ্চলে চীনের সেনাবাহিনী অনেক বেশি সংখ্যায় মোতায়েন রয়েছে। তারাই ভারতীয় সেনাদের টহল দেয়া বন্ধ করে দিয়েছে। যে এলাকাটি চীন ইতিমধ্যেই দখল করার চেষ্টা করছে, উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে কমপক্ষে ১৮৬ টি সেনা ছাউনি, আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন আকারের তাবু স্থাপন করা হয়েছে।

ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেয়ার অধিকার তাদের রয়েছে। অপরদিকে চীন মনে করে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেয়ার অধিকার তাদেরই।

প্রসঙ্গত, ১৫ জুন 'ফিঙ্গার ৪' বা গালওয়ান উপত্যকা এলাকাতেই দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়। সেখানে কাঁটাতারের সঙ্গে জড়ানো লাঠি দিয়ে পিটিয়ে ভারতীয় ২০ সেনাকে হত্যা করে চীনা বাহিনী।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সর্বোচ্চ বাড়িয়ে কমল স্বর্ণের দাম Apr 20, 2024
img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024
img
তীব্র তাপপ্রবাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ Apr 20, 2024
img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024