হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ সৌদি সেনা নিহত

ইয়েমেনে সৌদি জোটের সামরিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা। হামলায় ৮ সৌদি সেনা নিহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে অবস্থিত সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ির বরাতে আল জাজিরা আরও জানিয়েছে, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। হামলায় বদর-পি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইয়েমনের অপর এক সেনা মুখপাত্র বলেছেন, যত দিন সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন বন্ধ না হবে, ততদিন ইয়েমেনি সামরিক বাহিনী প্রতিশোধ নিতেই থাকবে। শত্রুর প্রতিটি পদক্ষেপ ইয়েমেনি সেনাদের নজরে রয়েছে।

প্রসঙ্গত, বহুদিন ধরে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদির এই আগ্রাসনে আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমা কয়েকটি দেশের সমর্থন রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: