কাইলি জেনার: বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিওনিয়ার

ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায় বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হিসেবে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের কাইলি জেনার।

২১ বছর বয়সী কাইলি জেনার মার্কিন মডেল কিম কার্ডেশিয়ানের সৎ বোন। তিনি ২০১৫ সালে অনলাইনে কসমেটিকস বিক্রির প্রতিষ্ঠান ‘কাইলি কসমেটিক‘ প্রতিষ্ঠা করেন।

প্রথমাবস্থায় শুধুমাত্র অনলাইনে লিপস্টিক, লিপলাইনারসহ ঠোঁট সজ্জার সব ধরনের প্রসাধনী বিক্রি দিয়ে শুরু করেছিলেন তিনি। ২০১৮ সালে প্রায় ৩৬ কোটি ডলার মূল্যের প্রসাধনী বিক্রি করে তার প্রতিষ্ঠান।

ফোর্বস জানায়, কাইলি জেনার কেবল সর্বকনিষ্ঠ বিলিওনিয়ারই নন, তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা। যিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠানটি শুরু করেছেন এবং পরিচালনা করছেন৷

ফোর্বসকে জেনার বলেন, আমি এরকম কিছু আশা করিনি। আমি ভবিষ্যৎ অনুমান করিনি। কিন্তু স্বীকৃতি পেয়ে ভাল লাগছে, মনে হচ্ছে কেউ উৎসাহ দিয়ে পিঠ চাপড়ে দিলো।

এর আগে ২৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: