কুমির ধরার টোপ ছিল কৃষ্ণাঙ্গ শিশুরা

পশ্চিমবঙ্গের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় তার ‘টোপ’ গল্পে এক জোড়া জুতা পাঠিয়েছিলেন রাজাবাহাদুর এন আর চৌধুরী। তার নিজের শিকার করা বাঘের চামড়ায় তৈরি। লিখেছিলেন, ‘চমৎকার ঝকঝকে বাঘের চামড়ার নতুন চটি। দেখলে চোখ জুড়িয়ে যায়, পায়ে দিতে লজ্জা বোধ হয় দস্তুরমতো। ইচ্ছে করে বিছানায় শুইয়ে রাখি।’

গল্পের শেষে জানা যায়, ‘কিপারের বেওয়ারিশ ছেলেকে’ শিকারের টোপ হিসেবে ব্যবহার করেছিলেন রাজা। এ ক্ষেত্রেও তা-ই। শুধু কোনও গল্প-কাহিনি নয়। ঘোর বাস্তব। এক সময়ে আমেরিকা ও ইউরোপে কুমির শিকারের টোপ হিসেবে ব্যবহার করা হত আফ্রিকান শিশুদের। সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে আফ্রিকার একটি পত্রিকায়।

বলা হত ‘গেটর বেট’। জল থেকে শিকারকে ডাঙায় তুলতে টোপ হিসেবে ব্যবহার করা হত আফ্রিকান কৃষ্ণাঙ্গ শিশুদের। আমেরিকার লুইজিয়ানা, ফ্লোরিডায় বেশ প্রচলিত ছিল এই প্রথা।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, উনিশ শতকে কুমিরের গায়ের চামড়া দিয়ে তৈরি জ্যাকেট, জুতা, বেল্টের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু কুমির শিকার করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে যেত। কেউ হাত খুইয়েছেন তো কেউ পা। অগভীর জলাভূমিতে নেমে কুমির শিকার করতে গিয়ে মারাও গেছেন অনেকে। তাই কুমির শিকারের সহজ পন্থা জলার পাশে ফাঁদ পেতে আড়াল থেকে গুলি করা। হাঁস-মুরগি-খরগোশ, ছাগলের বাচ্চা, টোপ হিসেবে সবই দামি। আফ্রিকা থেকে আনা কৃষ্ণাঙ্গ ক্রীতদাসের শিশুসন্তানকে টোপ হিসেবে বসিয়ে দেওয়া হত। কখনও কখনও ক্ষতিবিক্ষত করে। কারণ রক্তের গন্ধে দ্রুত আকৃষ্ট হয় ‘শিকার’।

মানুষের এই নৃশংসতা অস্বীকার করা হয়েছে বহুবার। কিন্তু একাধিক বার বিভিন্ন পত্রপত্রিকায় এমনই খবর উঠে এসেছে।

১৯২৩ সালে মার্কিন এক পত্রিকায় লেখা হয়েছিল, ‘জলার ধারে বাচ্চাদের ছেড়ে দেওয়া হত। বন্দুকবাজ শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকত আশপাশে। কুমির এগোলেই গর্জন করে উঠত বন্দুক।’ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল ‘ভুয়া সংবাদ’। কিন্তু মার্কিন মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছিল খবরটি। ফলে এটা মেনে নেওয়া হয়, শ্বেতাঙ্গ মার্কিনিদের কাছে এ খবর বিশ্বাসযোগ্য লেগেছে।

জিম ক্রো মিউজিয়ামে একটি ছবি মিলেছিল। ছবিটি ফ্লোরিডার এক বাসিন্দার তোলা। তিনি নিজের বাড়ির দেওয়ালে টাঙিয়ে রেখেছিলেন। ছবিতে ন’টি নগ্ন আফ্রিকান শিশু। তলায় লেখা ‘অ্যালিগেটর বেট’।

১৯০৮ সালের ৩ জুন একটি প্রথম সারির মার্কিন দৈনিকে খবর হয়েছিল— ‘নিউইয়র্ক চিড়িয়াখানার এক কর্মী দু’টি কৃষ্ণাঙ্গ শিশুকে কুমিরের খাঁচায় টোপ হিসেবে ব্যবহার করেছে। চিড়িয়াখানায় ঘুরতে আসা লোকেদের কুমির দেখাতে প্রাণীগুলোকে শীতকালীন ট্যাঙ্ক থেকে গরমকালে থাকার বিশেষ ট্যাঙ্কে সরানোর দরকার হয়ে পড়েছিল। আর কোনো উপায় খুঁজে পায়নি কেউ। কুমিরের খাঁচায় বাচ্চা দু’টিকে টোপ হিসেবে ঢোকানো হয়েছিল।’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরে সাফাই দিয়েছিলেন, বিজ্ঞাপন দেখে ওই বাচ্চা দুটির মায়েরা নিজেরাই এসেছিলেন তাদের কাছে। দুই ডলার করে দেওয়া হয়েছিল নারীদের। তাছাড়া, বাচ্চা দুটির কোনও ক্ষতিও হয়নি। যদিও পরের প্রশ্নটাই উঠেছিল, সেই সময়ে কৃষ্ণাঙ্গ নারীরা লিখতে-পড়তে পারতেন না। তারা বিজ্ঞাপন দেখলেন কীভাবে! আজ অবধি এ প্রশ্নের উত্তর দেয়নি প্রশাসন।

 

 

টাইমস/এসআই

 

 

 

Share this news on:

সর্বশেষ

img
ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিল সরকার Jan 29, 2026
img
দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন : রেজাউল করীম Jan 29, 2026
img
চোখের ভাষায় বলিউডের অভিনয়ের জাদু! Jan 29, 2026
img
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: যুদ্ধ কি অত্যাসন্ন? Jan 29, 2026
img
সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার সালাউদ্দিন টুকুর Jan 29, 2026
img
৩৫ শতাংশ সফলতায় অক্ষয় কুমারের বক্স অফিস চ্যালেঞ্জ! Jan 29, 2026
img
পুলিশের ৪০ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার Jan 29, 2026
img
‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নিয়ে বিআইডব্লিউটিএ’র সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয়’ Jan 29, 2026
img
অপমানিত বোধ করায় ক্রিকেট বিশ্বকে বিদায় জানিয়েছিলেন যুবরাজ Jan 29, 2026
img
ইমরান খানকে হাসপাতালে নেয়া হয়েছিল, জানালেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার Jan 29, 2026
img
দুলকার সালমানের ক্লাসি সিনেমায় অভিনেত্রী শ্রুতির ঝলক! Jan 29, 2026
img
বিশ্বকাপ থেকে সড়ে আসায় ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প Jan 29, 2026
img
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হবে, মুখ খুলল চীন Jan 29, 2026
মার্কিন হামলার কতটা শক্তিশালী জবাব দিবে ইরান Jan 29, 2026
ত্রুবিনের রূপকথায় রিয়ালের স্বপ্ন ভাঙল, পিএসজি-নিউক্যাসল ম্যাচ ড্র| Jan 29, 2026
img
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, ৫ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তি শেষ করল রাষ্ট্রপক্ষ Jan 29, 2026
img

টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে

১২ হাজার মাইল খাল খনন ও বছরে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা তারেক রহমানের Jan 29, 2026
img
কুমিল্লার মঞ্জুরুল আহসান ও মোবাশ্বের আলমের আপিলের রায় রোববার Jan 29, 2026
img
জনগণের ভালোবাসার শক্তিতেই বৈষম্যহীন দেশ গড়বে বিএনপি: অমিত Jan 29, 2026
img
নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস Jan 29, 2026