রাজশাহীতে খামারি হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

রাজশাহীতে খামার মালিক আব্দুল মজিদকে হত্যা করে গরু-ছাগল লুটের ঘটনার মূল পরিকল্পনাকারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাজশাহী নগরের রাজপাড়া থানায় এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানান উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- দাশপুকুর এলাকার আয়নাল মীরের ছেলে আরিফুল ইসলাম (২৮), বহরমপুর আলীগঞ্জ এলাকার তাহাসেন আলীর ছেলে মিলন (৩০), বহরমপুর এলাকার আবদুর রহমানের ছেলে জিন্দার (৪৮), বহরমপুর এলাকার আব্দুল গফুরের ছেলে হামিদুর রহমান বাবু (৩৫), হড়গ্রাম নতুনপাড়ার হারুনের ছেলে রবিউল ইসলাম (৩৮), চন্দ্রিমা থানার উজিরপুর এলাকার আছের উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (৫০), জাবেদ আলীর ছেলে আবুল কাশেম (৪১) ও মকবুল আলীর স্ত্রী মোসা. আশুরা (৪৮)।

সাজিদ হোসেন জানান, গত শনি ও রোববার বিভ্ন্নিস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আটজনকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত ৪ ডিসেম্বর রাতে দাশপুকুর এলাকা থেকে খামারি আব্দুল মজিদকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। পরে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যা মিশনে সরাসরি অংশগ্রহণকারীদের রোববার রাতে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, আরিফুল ইসলাম, মিলন ও জিন্দার।

তিনি আরও বলেন, আব্দুল মজিদকে প্রথমে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়। এরপর আসামি মিলন ও জিন্দার মিলে হাত দিয়ে গলাটিপে শ্বাসরাধ করে হত্যার চেষ্টা করে। এতে তারা ব্যর্থ হয়। পরে আসামি আরিফুল ইসলাম মাফলার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। এরপর তারা দুইটি গরু ও দুইটি বাছুর একটি ইঞ্জিনচালিত যান ‘ভটভটি’তে তুলে পালিয়ে যায়।

তিনি জানান, রাজশাহী নগরের উজিরপুর থেকে লুট হওয়া চারটি গরু উদ্ধার এবং ভটভটিটিও জব্দ করা হয়েছে।

রাজশাহীতে মালিককে হত্যা করে গরু-ছাগল লুট

 

টাইমস/এইচইউ

Share this news on: