ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের মা সাজেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
শনিবার রাত সোয়া ৯টার দিকে শহরের পাগলা কানাই এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমা সাজেদা বেগম ওই এলাকার ড. মঈনুদ্দিন সাখাওয়াতের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে বাংলাদেশ টাইমস পরিবার গভীরভাবে শোকাহত। তারা মরহুমার আত্মার মাগফিরাত ও শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া তার মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা প্রশাসক, পৌর মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিরা।
টাইমস/এইচইউ