ঢাকার দুই সিটি নির্বাচনে থাকবে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক: মিলার  

আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল মাঠে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএমে ভোট গ্রহণের ব্যাপারে মার্কিন প্রতিনিধি দলকে যথাযথভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে রবার্ট মিলার সাংবাদিকদের একথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে রবার্ট মিলারের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল অংশ নেয়।

সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি, এই নির্বাচনের মধ্যদিয়ে যোগ্য প্রার্থীই ঢাকার নেতৃত্বে আসবেন। এই নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর, অবাধ ও বিশ্বাসযোগ্য হবে বলেও আমরা বিশ্বাস করি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: