রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাস্তচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে শেখ হাসিনা এ কথা বলেন। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নের দৃশ্যমান ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

বুধবার ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজো চিগিতে ইতালি-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানান।

ইহসানুল করিম আরও জানান, ইতালি ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার স্থিতিশীলতা নিয়ে উভয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

বৈঠক শেষে ৯ দফা ঘোষণা করে উভয়পক্ষ। এতে বলা হয়, ইতালি ও বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার বিষয়ে সদ্য প্রকাশিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।

ঘোষণায় আরও বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যূতে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন কামনা করছে। এসময় ইতালির প্রধানমন্ত্রী জিউসেট কোঁতে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সরকার প্রধান যে ভূমিকা রেখেছেন তা মানবিকতার জন্য দৃষ্টান্ত।

এসময় যৌথ ঘোষণায় ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের পারস্পরিক উন্নয়ন, শ্রম বাজার ও মানবাধিকারের ক্ষেত্রে আরও নিবিড় সহযোগিতার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত মঙ্গলবার থেকে ইতালি সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সূত্র: বাসস

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024