বরিশালে দুই সহকর্মীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ  

বরিশাশে স্কুলের দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টার দিকে জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে মারধরের এ ঘটনা ঘটে। বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের এক কর্মচারী জানান, নতুন ক্লাশ রুটিন অনুমোদন না দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের তর্ক হয়। এক পর্যায়ে দুই সহকারী শিক্ষক প্রধান শিক্ষককে ধাক্কা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

প্রধান শিক্ষক শাহ আলমের অভিযোগ, কতিপয় শিক্ষক সুবিধামত সময় অনুযায়ী পাঠদানের জন্য নিজেদের খেয়ালখুশি মত ক্লাশ রুটিন তৈরি করেছেন। ওই রুটিন অনুমোদন দেওয়ার জন্য সহকারী শিক্ষক কাওছার হোসেন ও জাহাঙ্গীর হোসেন আমাকে চাপ প্রয়োগ করেন। যাচাই বাছাই ছাড়া আমি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে ওই দুই শিক্ষক আমাকে মারধর করেন।

তিনি আরও বলেন, সহকারী শিক্ষকরা কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত। ২০১৭ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি কোচিং বাণিজ্যের বিরোধিতা করে আসছেন। এ কারণে এর আগেও তিনি হামলার শিকার হয়েছেন।

বিষয়টি লিখিতভাবে থানা, জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে বলেও জানান প্রধান শিক্ষক।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক কাওছার হোসেন বলেন, বিভিন্ন অজুহাতে প্রধান শিক্ষক গেল দুই বছর ধরে ক্লাশ রুটিন দিচ্ছেন না। ফলে শিক্ষার্থীদের পাঠদানে বেগ পেতে হচ্ছে। তাই প্রধান শিক্ষকের কাছে একটি পূর্ণাঙ্গ ক্লাশ রুটিনের দাবি তোলেন অন্যান্য শিক্ষকরা। এর প্রেক্ষিতে প্রধান শিক্ষক নিজেই রুটিন তৈরির জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। গেল বৃহস্পতিবার তার কাছে একটি রুটিন জমা দেয় কমিটি। রোববার রুটিন অনুমোদন দেওয়ার কথা ছিল প্রধান শিক্ষকের। কিন্তু তিনি এবারও টালবাহানা শুরু করেন। শিক্ষকরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মাত্র।

আরেক সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনও দাবি করেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৪৬তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যত নির্দেশনা Apr 26, 2024
img
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক ৩ Apr 26, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024