সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করবে নেপাল

বাণিজ্য প্রসারের স্বার্থে নেপালকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গৈয়ালির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের বিষয়ে নেপালকে অনুমতি দেয়া হয়েছে। এবার এই বন্দরে ফ্লাইট পরিচালনার জন্য একটি টেকনিক্যাল টিম গঠন করা হবে।

তিনি আরও বলেন, আমাদের সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত ও দৃঢ় করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন। সে আলোকে নেপালের সঙ্গে আমাদের এই বৈঠক। এ বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ, আঞ্চলিক রাজনীতি, বাণিজ্য, জ্বালানি খাত এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক গুরুত্ব পেয়েছে।

এসময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে। যা আমাদের একে অপরকে আরও কাছে আসতে সহায়তা করেছে। আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করতে চাই।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: