বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

সরকার বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে নিবন্ধিত করার জন্য কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে প্রভাতফেরী শেষে তিনি এমন্তব্য করেন।

এসময় ড. হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলা ভাষার প্রসার ও প্রয়োগ জরুরি। সবাইকে এব্যাপারে আন্তরিক হতে হবে। বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করে যাচ্ছে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে নিবন্ধিত করার জন্য সরকারের প্রচেষ্টা রয়েছে।

৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আফজাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

টাইমস/এসএন

Share this news on: