ঈশ্বরগঞ্জে সেলুনে আড্ডায় প্রবাসী, ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মেনে সেলুনে বসে আড্ডা দেওয়ায় বিদেশ ফেরত এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার লক্ষীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোরা গ্রামের যুবক আবুল খায়ের সাত দিন আগে দুবাই থেকে দেশে আসেন। নিয়ম অনুযায়ী তার ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার কথা। কিন্তু এই নির্দেশনা উপেক্ষা করে তিনি বুধবার লক্ষীগঞ্জ বাজারের এক সেলুনে বসে আড্ডা দিচ্ছিলেন। বাজারের সচেতন কয়েকজন ব্যবসায়ী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে তাকে বিশ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নুরুল হুদা খান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: