উপ-নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিয়েছেন। শনিবার সকাল ৯টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আতঙ্কের মধ্যেই ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এই আসনে নির্বাচনে আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির মো. শাহজাহান, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের আব্দুর রহীম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ নির্বাচনী আসন শূন্য হয়।

 

টাইমস/জিএস

Share this news on: