বাংলাদেশকে লকডাউন ঘোষণা করুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সারা বাংলাদেশকে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এই পরামর্শ দিয়েছে সংস্থাটি।

শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে বৈঠকে এ পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাবলিক হেলথ ইমার্জেন্সি প্রধান ডা. ইআই সাক্কা হাম্মান, ইউএস সিডিসি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিহাল এ ফ্রাদমান প্রমুখ। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন।

এসময় সাঈদ খোকন বলেন, ঢাকা একটি জনবহুল শহর। বাংলাদেশও জনবহুল দেশ। কাজেই পুরো দেশ লকডাউন বা অবরোধ করা কঠিন হবে। এই ব্যাপারটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের বুঝিয়েছি। তারপরও দেশে জরুরি অবস্থা জারি বা কয়েকটি অঞ্চলে ভাগ করে সারাদেশ লকডাউন করা যায় কিনা সে ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন।

সাঈদ খোকন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশে করোনাভাইরাস ভয়াবহ হতে পারে। তাই এখনই সর্বশক্তি দিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা।

এসময় ঢাকায় নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানা বলেন, আমরা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দিতে পারি না। এটা রাষ্ট্রের বিষয়। আমরা শুধু পরামর্শ দিয়েছি। কারণ আমরা ধারণা করছি, বাংলাদেশে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরির সম্ভাবনা রয়েছে।

এদিকে বৈঠকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ বলেন, লকডাউন করার সিদ্ধান্ত আমরা নিতে পারিনা। এটা সরকার বিবেচনা করবে। সরকার যদি মনে করে, তবে দেশের বৃহৎ স্বার্থে জরুরি অবস্থা বা লকডাউন করতে পারে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024