খুলনায় হোম কোয়ারেন্টাইনে বিদেশফেরত ১১০৭ জন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় বিদেশফেরত ১১০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিরেছেন।

রোববার খুলনা সিভিল সার্জনের দপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) স্পেশাল শাখা থেকে এ তথ্য জানা গেছে। এছাড়াও ১৭ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে খুলনার দাকোপ উপজেলার ৬১ জন, বটিয়াঘাটার ১৬ জন, রূপসার ৭৮ জন, তেরখাদার ১৪ জন, দিঘলিয়ার ১২ জন, ফুলতলার ২২ জন, ডুমুরিয়ার ৪ জন, পাইকগাছার ৭১ জন, কয়রার ৯৫ জন, খুলনা মহানগরীতে ৭৩৪ জন। ছাড়পত্র পেয়েছেন তেরখাদার ৩ জন, দাকোপের ৬ জন, রূপসার ৪ জন ও পাইকগাছার ৪ জন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। যারা মানছেন না তাদের আইনের আওতায় আনা হচ্ছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, খুলনায় যারা বিদেশ থেকে এসেছেন তারা করোনাভাইরাসে আক্রান্ত নন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ