করোনা চিকিৎসায় কর্মরতদের বীরের মর্যাদা দিতে হাইকোর্টের রুল

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিতদের বীরের মর্যাদা কেন দেয়া হবে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২৫ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল নীশী জারি করেন।

ডেপুটি এ্যাটর্নী জেনারেল প্রতিকার চাকমা আদালতের রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে নাকাল জনজীবন। চীন, ইতালি, ইরান, স্পেনে সবচেয়ে ভয়াবহ রুপ নিয়েছে এ ভাইরাস। বিশ্বের প্রায় সবকটি দেশেই এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশেও ৩৯ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এছাড়া এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৫ জন মারা গেছেন। পরিস্থিতি সামনের দিনগুলোতে আরও নাজুক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশের বিভিন্ন এলাকা লকডাউন করেছে। সব ধরণের গণপরিবহন বন্ধ করা হয়েছে। মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

 

টাইমস/এসএন

Share this news on: