চট্টগ্রাম লকডাউন: ফার্মেসী ছাড়া সব দোকানপাট বন্ধ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে শেষমেষ চট্টগ্রাম লকডাউন করা হয়েছে। রাজধানী ঢাকা ও রাজশাহীর পর বিভাগীয় শহর হিসাবে এবার লকডাউন হল বন্দরনগরী। এদিকে লকডাউন ঘোষণার আগেই ফার্মেসী বাদে নগরীর সব দোকানপাট বন্ধ ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) লকডাউন ঘোষণা করে। সোমবার রাত ১০টা থেকে লকডাউন কার্যকর হবে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম নগরীতে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ নগরী ছেড়ে বাইরেও যেতে পারবে না। লকডাউনের সময় চট্টগ্রামের সকল বাসিন্দাকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। কেউ ঘর থেকে বের হতে পারবেন না।

সিএমপি কমিশনার আরও বলেন, কেউ যদি পুলিশের নির্দেশনা অমান্য করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে নগরীতে প্রবেশের সব সড়ক ও মহাসড়কে পুলিশের অস্থায়ী নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

এদিকে লকডাউন ঘোষণার আগে সোমবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম মহানগরীর সব ধরণের দোকানপাট বন্ধ ঘোষণা করে পুলিশ। তবে ফার্মেসীগুলো আগের নিয়মে খোলা থাকবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: