করোনায় কারখানা বন্ধ হলে শ্রমিক ছাটাই চলবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কারখানা বন্ধ হলে কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা ছাটাই করা যাবে না। এ ব্যাপারে আরও মানবিক হওয়ার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়। এছাড়া ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করার জন্য বিজ্ঞপ্তিতে কারখানা মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ২ শতাংশ সুদে সংশ্লিষ্ট ব্যাংক থেকে কারখানা মালিকরা এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: