গাজীপুরে ফেসবুকে গুজব চালানোর অভিযোগে যুবক আটক

সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে গাজীপুর থেকে মো. মোস্তফা আহম্মেদ ওরফে পলাশ (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১। রোববার রাতে মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে আটক করা হয়।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১-এর স্পেশালাইজড কোম্পানির গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

আটককৃকৃত মোস্তফা গাজীপুর মহানগরের সদর থানার পূর্ব চান্দনা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুকে করোনা ভাইরাস মহামারীতে সরকারের ঈদ উপহারের ভুয়া তালিকা ২৮ পাতার ফটোকপির এক সেট উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল মামুন জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ঈদ উপহার নিয়ে একটি মহল সরকারকে বিব্রত করার জন্য যে গুজব সৃষ্টি করছে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এর মূল হোতা অর্থাৎ গডফাদার যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: