করোনা: চট্টগ্রামে সাংবাদিকসহ আরও ৫৪ জন শনাক্ত

চট্টগ্রামে নতুন করে তিন সাংবাদিকসহ আরও ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার ২২২ নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে। এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন জানান, ফৌজাদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে নগরের ২১ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। সিভাসু ল্যাবে এদিন ৭৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায় ২৪ জনের। এর মধ্যে খাগড়াছড়ি জেলার দুজন ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২২ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ২৪টি নমুনা পরীক্ষা করে পাঁচজনের পজিটিভ পাওয়া যায়। পাঁচজনই লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে দুটি টেলিভিশন চ্যানেলের তিনজন সাংবাদিক রয়েছেন। তাদের মধ্যে চ্যানেল টোযেন্টিফোরের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাম্যান এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির একজন ক্যামেরাম্যান।

সোমবার পর্যন্ত জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৪৫ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১জন। মৃত্যু ৩৮ জনের।

 

টাইমস/এইচইউ

Share this news on: