বরিশালে আম্পানে ক্ষতিগ্রস্ত ১৯ হাজার মাছের খামার

ঘূর্ণিঝড় আম্পানের কারণে বরিশাল বিভাগের ৬ জেলায় ১৯ হাজার মাছের খামার, ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজিজুল হক এ তথ্য জানিয়েছেন।

আজিজুল হক জানান, প্রাথমিক তথ্যানুযায়ী আম্পানে বরিশাল বিভাগে ১৯ হাজার ২৪টি মাছের খামার, ঘের ও পুকুর আংশিক এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু নৌকা ও জালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসেব নিরূপণে আরও সময় লাগবে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: