করোনা: নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ৭৭ জন আক্রান্ত

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫২ জন।

শনিবার জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান এই তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে জেলার আবদুল মালিক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ৭৭ জনের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৪২ জন, সদরে চারজন, সুবর্ণচরে তিনজন, সোনাইমুড়ীতে তিনজন, চাটখিলে পাঁচজন, সেনবাগে চারজন ও কবিরহাট উপজেলায় ১৬ জন। বেগমগঞ্জের ৪২ জনের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, নতুন আক্রান্তদের মধ্যে তার কার্যালয়ের প্রধান সহকারীসহ তিন কর্মচারী রয়েছেন। এ ছাড়া আক্রান্তের তালিকায় আছেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির আরও পাঁচজন সদস্য।

জেলায় আক্রান্ত ৩৫২ জনের মধ্যে বেগমগঞ্জে উপজেলায় সর্বোচ্চ ১৭৮ জন, সদর উপজেলায় ৪১, চাটখিলে ২৬, সোনাইমুড়ীতে ১৮, কবিরহাটে ৫৪, কোম্পানীগঞ্জে ৭, সেনবাগে ১১, হাতিয়ায় ৬ ও সুবর্ণচরে ১১ জন রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: