দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৬৬১ জন মারা গেছেন।
শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে দেশে নতুন করে ৩ হাজার ৮৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ হাজার ৬৩৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন। গত ২৪ ঘন্টায় ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৩ জন, বরিশাল ও রংপুরে একজন করে মারা যান।
ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ঢাকার ১৪ জন, চট্টগ্রামের ১২ জন, সিলেটের ৩ জন, খুলনার ৪ জন, বরিশালের ৪ জন এবং রংপুরের ৩ জন।
টাইমস/এসএন