ঝিনাইদহে প্রকাশ্যে হাতাহাতিতে দুই পুলিশ কর্মকর্তা

ঝিনাইদহে প্রকাশ্যে ট্রাফিক পুলিশের দুই সহকারী টাউন উপ-পরিদর্শককের (এটিএসআই) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার সকাল ১২ টার দিকে জেলা শহরের পোষ্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

তারা হলেন- এটিএসআই আলি হোসেন ও দিলিপ কুমার মজুমদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের স্থানীয় পোস্ট অফিস মোড়ে হঠাৎ হাজির হন এটিএসআই আলি হোসেন। সে সেখানে থাকা পুলিশ বক্সে ঢুকেই অপর সহকর্মী দিলিপ মজুমদারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। হাতাহাতি করতে করতেই তারা পুলিশ বক্স থেকে বেরিয়ে আসেন। এসময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সার্জেন্ট শাহারিয়ার, এটিএসআই আলমগীর, কনস্টেবল লাতফাত এবং নিমাই চন্দ্র চেষ্টা করেও তাদের দুজনকে নির্বৃত্ত করতে পারছিলেন না। এসময় সাধারণ মানুষ দুই পুলিশ কর্মকর্তার কয়েক মিনিটের হাতাহাতি-মারামারির দৃশ্য দূর করতে অবলোকন করছিলো।

এদিকে ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়। পরে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কর্মকর্তারা বিষয়টি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। বিকেল ৩টার দিকে জড়িত ওই দুইজনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ জারি করেন এসপি।

পুলিশের একটি সূত্র জানায়, অপরাধ দমনে অতিসম্প্রতি গোটা জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শতাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরা গুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি বিভাগে স্থাপন করা হয়েছে একটি নিয়ন্ত্রণ কক্ষ। ফলে পুরো জেলা শহরের দৃশ্য কার্যালয়ে বসেই দেখতে পারেন পুলিশ সুপার।

দুই পুলিশ কর্মকর্তার মধ্যে কেন এমন ঘটনা ঘটেছে? খোঁজ নিয়ে জানা গেছে, আগে থেকে অজ্ঞাত টাকা ভাগাভাগি নিয়ে ওই দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

তবে হাতাহাতির ঘটনা নিশ্চিত করে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক গৌরাঙ্গ পাল জানান, টাকা ভাগ করা নিয়ে নই, ডিউটি ভাগ করা নিয়ে অপ্রীতিকর এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার ভিডিওটি দেখেছেন জানিয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম বলেন, পুলিশ বিভাগের চলমান ইতিবাচক ভাবমূর্তি নষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আমাকে নিয়ে নোংরামি করিয়েন না, প্লিজ : খাদিজাতুল কুবরা Nov 26, 2025
img
হুমা কুরেশির স্পষ্ট বক্তব্যে নতুন আলোচনার ঝড় Nov 26, 2025
img
কঠিন মুহূর্তে আত্মবিশ্বাসী থাকার বার্তা বচ্চনের Nov 26, 2025
img
শুধুমাত্র নিজের কাজের প্রতিফলন গুরুত্বপূর্ণ: আনুশকা শর্মা Nov 26, 2025
img
জীবনের বাধা পার করার প্রেরণা দিলেন শাহরুখ খান Nov 26, 2025
img
প্রতিকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা মোতায়েন সম্ভব নয়: সিইসি Nov 26, 2025
img
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে: সিইসি Nov 26, 2025
img
বিয়ের প্রশ্নে খোলামেলা স্বীকারোক্তি দিলেন শ্রীলীলা Nov 26, 2025
img
তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি Nov 26, 2025
img
প্রতিভাই প্রকৃত সৌন্দর্য: রণবীর সিং Nov 26, 2025
img
অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য’ অংশ, চীনের দাবির পর জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় Nov 26, 2025
img
৬ মাত্রার ভূমিকম্প হলেই মহাবিপদের আশঙ্কা , রেড জোনে দেশের বড় এক অঞ্চল Nov 26, 2025
img
‘ভারতকে পায়ের তলায় রাখতে চেয়েছিলাম’ Nov 26, 2025
img
নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা Nov 26, 2025
img
ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু! Nov 26, 2025
img
হেরে যাওয়া নয়, সাহসী হওয়া জরুরি: হৃত্বিক রোশান Nov 26, 2025
img
বাংলাদেশি সেনা কর্মকর্তাকে সম্মানসূচক পদক প্রদান করলো ফরাসি সরকার Nov 26, 2025
img
সব হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে কড়াইল বস্তিবাসী Nov 26, 2025
img
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে উদ্বেগ, সহায়তায় নির্দেশ তারেক রহমানের Nov 26, 2025
img
পারফরমেন্সের উন্নতিতে অনুশীলনে এআই চশমা ব্যবহার করছেন এমবাপ্পে Nov 26, 2025