আরও ২৮ দিনের রিমান্ডে প্রতারক সাহেদ

রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে এবার ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়াসহ ঘুষ, দুর্নীতি ও অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেপ্তার সাহেদকে এবার অস্ত্র, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক চারটি মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

একইসঙ্গে প্রতিষ্ঠানটির এমডি মাসুদ পারভেজকে পৃথক তিন মামলায় ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন আরও জানান, উত্তরা পশ্চিম থানার পৃথক তিন মামলায় এবং উত্তরা পূর্ব থানার একটি মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব। পরে আদালত চারটি মামলায় সাত দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে অপর তিন মামলায় সাত দিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার সকাল সাড়ে ৯টার পর আসামি মো. সাহেদ ও মাসুদ পারভেজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ।

 

টাইমস/এসএন

Share this news on: