সিডনিতে চিকিৎসাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রফেসর ড. মোজাম্মেল হক চৌধুরী আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন।

জানা গেছে, সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. মোজাম্মেল হক। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

এক শোক বার্তায় ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম বলেন, প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

 

টাইমস/এইচইউ

Share this news on: