পারিবারিক কলহের জেরে যশোরের বেনাপোলে বড় ভাইকে গুলি করে হত্যার অভিযোগে উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছোটভাইকে আটক করেছে। বুধবার সকালে বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাসেল মোড়ল (৩০)। তিনি ওই গ্রামের ইদু মোড়লের ছেলে। আর অভিযুক্ত ভাইয়ের নাম মিশা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পারিবারিক কলহের জেরে রাসেলের সঙ্গে তার ছোট ভাই মিশার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মিশা ঘর থেকে পিস্তল বের করে এনে রাসেলের গলায় ঠেকিয়ে গুলি করেন। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মিশাকে আটক করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
টাইমস/এইচইউ