অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার বহিষ্কৃত সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি হত্যা মামলার এজাহার দায়ের করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে (টেকনাফ) এজাহারটি দায়ের করা হয়।
এজাহারে ১০ লাখ টাকা দাবি করে পাঁচ লাখ টাকা নিয়ে বাকি পাঁচ লাখ টাকা না দেয়ায় টেকনাফের মাহমুদুর রহমান নামের এক প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
নিহত মাহমুদুর রহমানের ভাই নুরুল হোসাইন বাদি হয়ে এজাহারটি দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী ইনসাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিচারক মো. হেলাল উদ্দিন শুনানি শেষে এজাহারটি মামলা হিসাবে রুজু না করে ওই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা- তা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আইনজীবী ইনসাফুর রহমান জানান, গত ২০১৯ সালের ২৮ মার্চ টেকনাফ মৌলভীপাড়াস্থ আলী আকবর পাড়ার মিয়া হোসেনের পুত্র প্রবাসী মাহমুদুর রহমানকে থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায়। পরে দীপক ও ওসি প্রদীপ কুমার দাশ ক্রসফায়ার না দেয়ার শর্তে প্রবাসীর পরিবারের লোকজন থেকে ১০ লাখ টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দেন। কিন্তু আরো পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। দাবিকৃত পাঁচ লাখ টাকা না দেয়ায় ৩১ মার্চ রাতে ক্রসফায়ারের নামে প্রবাসী মাহমুদুর রহমানকে হত্যা করা হয়।
মামলার এজাহারে এসআই দীপককে প্রধান ও বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশকে ২নং এবং মোট ২৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৮ জন পুলিশ সদস্য। বাকি পাঁচজন চৌকিদারসহ স্থানীয় লোকজন।
আরও পড়ুন
সিনহা হত্যা মামলা: ফের রিমান্ডে ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্য
এবার স্ত্রীসহ ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের মামলা
কক্সবাজারের এসপি ও ওসি প্রদীপসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত
ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে করা মহেশখালীর মামলা খারিজ
টাইমস/এইচইউ