টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ তিন পুলিশ কর্মকর্তাকে আবারও রিমান্ডে নিয়েছে র্যাব। অধিকতর তদন্তের স্বার্থে আবারো রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি র্যাব কর্মকর্তা।
শুক্রবার বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে প্রথম দফায় ৭ দিন ও দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে নেয়া হয় সিনহা হত্যাকান্ডে অভিযুক্ত ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত ও এসআই নন্দ দুলালকে।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফে মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
টাইমস/এসএন