মৌলভীবাজারের কুলাউড়ায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়।
এঘটনার পরে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। দ্রুত লাইনচ্যুত ট্রেন উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে একটু সময় লাগতে পারে বলে জানান তিনি।
টাইমস/এসএন