রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিয়ম বহির্ভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাবির সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজান উদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত এ মামলা করেন। বাদিপক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, দুপুরে রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছে।

মামলার অপর পাঁচ আসামীর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুইজন রেজিস্টার, কোষাধক্ষ এবং রাবির শেখ রাসেল স্কুলের বর্তমান সভাপতি ও অধ্যক্ষ।

আইনজীবী জানান, মামলার বাদী মোমেনা জীনাত রাবি শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বহির্ভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে বলে মামলায় তিনি অভিযোগ করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: