বগুড়ায় ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

বগুড়ার ধুনট উপজেলায় শেফালী বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী এশারত আলী আকন্দের বিরুদ্ধে। ঘটনার পর থেকে এশারত আলী পলাতক রয়েছেন।

শনিবার রাত ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন এশারত আলী ও তার স্ত্রী শেফালী বেগম। রাত ২টার দিকে তাদের ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পান লোকজন। প্রতিবেশীরা এ সময় এশারত আলীর ঘর চারদিক থেকে ঘিরে ফেলেন। সবাই এশারতকে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় এশারত আলী ঘরের ভেতর কেউ ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করার হুমকি দেন। এক পর্যায়ে কৌশলে ঘরের দরজা খুলে পালিয়ে যান এশারত আলী।

নিহতের ছেলে সেলিম হোসেন জানান, সন্ধ্যার দিকে মা ও বাবার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই বিরোধের জের ধরে বাবা আমার মাকে গলা কেটে হত্যার পর বাবা পালিয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এছাড়া ঘাতক এশারত আলীকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: