করোনায় বাংলাদেশ বেতারের পরিচালক মাসুদ হাসানের মৃত্যু

বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমানুল্লাহ মাসুদ হাসানের বাড়ি রাজশাহী মহানগরীর ধরমপুরে।

শনিবার ভোরে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, মাসুদ হাসান সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ১১ অক্টোবর তাকে রাজধানীর গুলিস্তানে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃতু হয়।

৯ম বিসিএস ব্যাচের (তথ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত মাসুদ হাসান ছিলেন বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিচালক। এ দায়িত্ব পালনের আগে তিনি বেতারের ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on: