ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর রোববার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে শনিবার সংসদের পক্ষ থেকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়।

সংসদ মেডিকেল সেন্টারের ডা. মো. জাহিদ গণমাধ্যমকে বলেন, এমপি জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ছাড়াও সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান সংসদ মেডিকেলের চিকিৎসক ডা. জাহিদ।

প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয় ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে এখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা চলছে।

 

টাইমস/এসএন

Share this news on: