এএসপি আনিসুল হত্যা: জাতীয় মানসিক হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

রাজধানীর আদাবরে মাইন্ড এইড মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হাসপাতালের কর্মচারীদের মারধরে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজধানীর জাতীয় মানসিক হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তার বাসা থেকে ডা. আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, এ মামলায় এফআইআরভুক্ত ১৫ আসামির মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় তার বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে রাজধানীর আদাবর থানায় মামলা করেন।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- মাইন্ড এইড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় (৩৫), কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন শেফ মাসুদ (৩৭), ওয়ার্ড বয় জুবায়েত হোসেন (১৯), ওয়ার্ড বয় তানভীর হাসান (১৮), ফার্মাসিস্ট তানিফ (২০), ওয়ার্ড বয় সঞ্জীব চৌধুরী (২০), ওয়ার্ড বয় অসীম চন্দ্র পাল (২৪), ওয়ার্ড বয় লিটন আহাম্মদ (১৮) ও ওয়ার্ড বয় সাইফুল ইসলাম পলাশ (৩৫)।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরের পর নিহত হন আনিসুল করিম শিপন। তিনি পুলিশের সিনিয়র এএসপি হিসেবে কর্মরত ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on: