করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা নুরে আলম তাপন (২৮)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামে। নুরে আলম তপনের বাবার নাম লিটন মিয়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রথমে বাকৃবির বঙ্গবন্ধু শেখ মুজিব হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে বাকৃবি শাখা ছাত্রলীগের য্গ্মু-সাধারণ সম্পাদকের পদে ছিলেন নুরে আলম তপন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে পশুপালন অনুষদে ভর্তি হন। এরপর ডেইরি সায়েন্স থেকে মাস্টার্স সম্পন্ন করেন।
জানা গেছে, গত ৫ নভেম্বর নুরে আলম তপনের দেহে করোনা শনাক্ত করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ নভেম্বর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তপন।
টাইমস/এসএন