চার দফা দাবিতে চবি শিক্ষার্থীদের স্মারকলিপি

পরীক্ষার রুটিন প্রকাশসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচির পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের (আইইআর) ১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৩ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রসাশনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করে। এর কিছু সময় পরেই প্রসাশনের আশ্বাসে কর্মসূচি শেষ হয়।  পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো- জানুয়ারীর ১০ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শেষ হওয়ার পরপর প্রয়োজনে অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করা, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ ও ইনস্টিটিউটের সেশনজট নিরসনে শিক্ষক নিয়োগ, ক্লাসরুম বৃদ্ধিসহ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা।

 

টাইমস/নওশাদ/এনজে/এসএন

Share this news on:

সর্বশেষ