লন্ডন থেকে ৪৭ যাত্রী দেশে পৌছেছেন। বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ জনকে নামিয়ে দিয়ে বাকি ৫ জনকে নিয়ে ঢাকায় ফিরে আসে। এরই মধ্যে সিলেটে নেমে যাওয়া ৪২ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে সিলেটে নেমে যাওয়া ৪২ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের অংশ হিসেবে নির্ধারিত হোটেলে নেয়া হয়েছে। এসব যাত্রীরা ১৪ দিন কোয়ারেন্টিনের থাকবেন।
টাইমস/এসএন