প্রবাসীদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অভিবাসনের সঙ্গে জড়িত, তাদের দায়িত্ব প্রবাসীদের কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য রিক্রুটিং এজেন্সি ও মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। বিদেশগামিদের দালালদের বিষয়ে সতর্ক হতে হবে।

বুধবার (৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রাধানমন্ত্রী বলেন, করোনায় যারা দেশে ফিরে এসেছেন তাদেরকে সরকার বিভিন্নভাবে সাহায্য করেছে। তারা চাইলে বিভিন্ন মেগা প্রকল্পগুলোতে কাজ করতে পারে।

অর্থনীতি ও রিজার্ভে অবদান রাখায় প্রবাসীদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের আগে প্রবাসী শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সিআইপিদের সনদ ও ক্রেস্ট দেয়া হয়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: