একদিনে আরও ১৬ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৭ হাজার ৭৩৪ জন।
শুক্রবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ৭৮৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৩৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।
প্রসঙ্গত, দেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের সারি। এর আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
টাইমস/এসএন