নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যার (৪৮) ফাঁসির রায় দিয়েছেন আদালত। দণ্ডিত মো. এনায়েত মোল্যা (৩৫) লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান এই রায় দেন। রায়ে ফাঁসির আদেশ ছাড়াও এক লাখ টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়- এনায়েত মোল্যা নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকতেন। যৌতুকের দাবিতে স্ত্রী নার্গিসকে প্রায়ই মারধর করতেণ স্বামী এনায়েত। এরই জেরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে শ্বশুরবাড়ির আম গাছে ঝুলিয়ে রাখেন এনায়েত।
এ ঘটনায় ওইদিনই নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন ।
টাইমস/এসজে/এসএন