ময়মনসিংহে ৪০ কেজি ওজনের কষ্টিপাথরসহ আটক ৭

ময়মনসিংহে একটি জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের কষ্টিপাথরসহ সাত চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর শিববাড়ি এলাকার রানা জুয়েলার্স থেকে ওই কষ্টি পাথর উদ্ধার করা হয়।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর আকুয়ায় র‍্যাব-১৪'র ব্যাটালিয়ন সদর কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

আটকরা হলো- মোহাম্মদ রুকন (৪০), প্রদীপ মজুমদার (৬৬), শেখ শামসুল আলম (৪৬), মোহাম্মদ শহীদুল্লাহ (৫৯), নিমন রানা (৩০), মো. আলাউদ্দিন (৭০) ও নাজিরুল ইসলাম মিন্টু (৪৯)।

কর্নেল এফতেখার উদ্দিন বলেন, আটকরা কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথর সংগ্রহ করে অবৈধভাবে পাচার করে আসছিল। চক্রের অন্যান্যদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: