পৌরসভা নির্বাচনে ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে : ইসি

দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, সকাল থেকেই ভোটাররা লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। এই নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব।

তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপের এ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। দুই-একটি জায়গায় একেবারে নগণ্য পর্যায়ে বলা চলে কিছু স্থানে দুষ্কৃতিকারীরা ভোটে বিঘ্ন ঘটাতে চেয়েছিল। তবে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব ধরণের পরিস্থিতি মোকাবিলা করে পরিবেশ উৎসবমুখর রেখেছেন।

ইসি সচিব বলেন, দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে কোনো কোনো কেন্দ্রে ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে। এবার ৬০টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩১টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: