সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিলেন মেয়র তাপস

সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার সকালে রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে তারা ভ্যাকসিন নেন।
এদিন মহানগর জেনারেল হাসপাতালে প্রথমে ভ্যাকসিন নেন শেখ ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপস। এর পরপরই ভ্যাকসিন নেন মেয়র নিজে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র তাপস বলেন, টিকা নেয়ার পর খুবই ভালো লাগছে। কোনো অসুবিধা হয়নি। কোনো ব্যথাও লাগেনি। তেমন কিছু টেরও পাইনি। সুচারুরূপে আমাদের প্রশিক্ষিত নার্স টিকা দিয়েছেন। এসময় তিনি দেশের সকলকে দ্রুত করোনার টিকা নেয়ার আহ্বান জানান।
টাইমস/এসএন