ভারতে অনুপ্রবেশের সময় ১২ জন আটক

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের সময় ছয় কিশোরসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের মধ্যে ছয় কিশোরকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ১২ জন হলেন- তুল্য রায় বর্মন (২৫), জাফর (২২), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), আমিত্র রায় (১৯), মাজ্জক খান (১৮), রাসেল (১৭), সোহেল (১৬), মাসুদ (১৬), রিপন (১৫), আকাশ (১৫) ও সহায়তাকারী দালাল শাকিল ইসলাম (২০)। এদের মধ্যে দালাল শাকিলের বাড়ি পাটগ্রামের দহগ্রামে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় দালাল শাকিলের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ১২ জনকে আটক করে বিজিবি দহগ্রাম ক্যাম্পের টহল দল।
শুক্রবার সকালে আটকদের নামে পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিজিবি। আটকদের ১২ জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার দেখায় পাটগ্রাম থানা পুলিশ।
টাইমস/এসজে/এসএন