পতিতাবৃত্তিতে বাধ্য করায় নারী কাউন্সিলর গ্রেপ্তার

বিউটি পার্লারের আড়ালে টাকার বিনিময়ে নারী কর্মীদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরীর ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণ খান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল-মামুন জানান, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার জোরপূর্বক অনৈতিক কাজ করানোর অভিযোগে নারী কাউন্সিলরের বিরুদ্ধে জিএমপির বাসন থানায় মামলা দায়ের করেন ভিকটিম কিশোরী (১৬)। মামলায় কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী, বাড়ির কেয়ারটেকার নুরুল হক ও অজ্ঞাতসহ মোট পাঁচ জনকে অভিযুক্ত করা হয়। মামলার পর পরই বাসন থানা পুলিশ নুরুল হককে গ্রেপ্তার করলেও ঘটনার পর থেকে কাউন্সিলর রোজী পলাতক ছিলেন।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: